সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে আব্দুস সালাম (৩৫) নামের আন্তঃজেলার একজন কুখ্যাত ডাকাত সরর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত রোববার সন্ধ্যায় এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই দীপঙ্কর রায় ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে পৌরশহরের পেপারমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম পৌরসভার বাঁশখলা এলাকার আরব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ছিনতাই, হামলাসহ ১৯টি মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম নিশ্চিত করেছেন। পুলিশ ছদ্মবেশে পেপারমিলের মন্দিরের কাছ থেকে তাকে গ্রেফতার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল যোগে সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে গিয়ে এসআই হাবিবুর রহমান পিপিএম আহত হয়েছেন। পরে তিনি ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোমবার সকালে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আব্দুস সালামকে জেল-হাজতে পাঠানো হয়েছে। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd