সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
নিজস্ব সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা থানার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই মাঝপাড়াতে ইউ/পি নির্বাচনের ফলাফল কে কেন্দ্র করে ভয়াবহ মারামারির ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, গতকাল ৩/৭/২১ ইং তারিখে দক্ষিন সুরমার মোল্লারগাও ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে হাজরাই মাঝপাড়ায় মেম্বার পদে মোঠ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারিভাবে মো: বশির মিয়া ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হইলে অপর প্রার্থী রুমেল ও তার সমর্থকরা নির্বাচনের এ ফলাফল না মেনে বিজয়ী প্রার্থীর উপরে হামলা চালায়। এ সময় তারা দেশিয় অস্ত্র দ্বারা বিজয়ী প্রার্থী বশির মিয়া ও তার ২ ছেলের উপর হামলা করে তাদেরকে রক্তাক্ত যখম করে। ঘটনার সময় আহতদের বাঁচাতে বশির মিয়ার স্ত্রী ও মেয়ে আগাইয়া আসিলে তাদেরকেও দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করা হয়। পরবর্তীতে স্থানীয় জনতা আগাইয়া আসিলে সন্ত্রাসীরা তাদেরকে মৃতভাবে ফেলে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ী প্রার্থী বশির মিয়া ও তার বড় ছেলে মো মাছুম অতিরিক্ত রক্তকরণের কারণে মারা যান। অপর দিকে আহত মো: মামুন মিয়া ও তার মা-পিয়ারা বেগম, বোন মাহফুজা আক্তার মিলি’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আই সি ইউ তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এ ঘটনার বিষয়ে, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd