সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: ডিজিটাল যুগে ডিমবেপারীর সাথে ষোড়শী কন্যার প্রেম। ফলে আটকে গেছে বিয়ের একাধিক প্রস্তাব। এখন চলছে প্রেমিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন মোগলাবাজর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে- সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডর পাঠনপাড়ার শিবলু মিয়ার কলোনীর ভাড়াটিয়া ডিমবেপারী তোফায়েল। তার সাথে মোবাইলে ও পরে সরাসরি প্রেমের সম্পর্ক গড়ে তুলে এসএমপির মোগলাবাজার থানা এলাকার ষোড়শী এক নারী। দেড়বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। প্রেমের টানে ওই ষোড়শী তার প্রেমিক ডিমবেপারী তোফায়েলকে তার মা-বাবার ঘরে যাওয়া আসার ও তার সাথে মেলা-মেশার সুযোগ করে দিতো। এক পর্যায়ে প্রেমিক তোফায়েল ওই ষোড়শী কন্যার উলঙ্গ (অশ্লীল) ছবি তার মোবাইল ফোনে সেভ করে রাখে। পরবর্তীতে ওই ষোড়শী কন্যা ব্রেকআপ করে তার সাথে সম্পর্ক চ্ছেদ করে ফেলে। এক পর্যায়ে তোফায়েলকে বিয়ে না করে অন্যত্র বিয়ে বসার চেষ্টা করলে ডিম তোফায়েল তাকে বিয়ে করার জোরালো দাবি তুলে । প্রেমিকা ও তার পরিবোর তার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় সে ওই উলঙ্গ ছবি ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দেওয়ার হুমকি-ধমকি দিতে তাকে বলে ওই ষোড়শী ও তার পরিবার অভিযোগ করছেন। ফলে পর পর অন্য আরো দুই বরের সাথে বিয়ে বসার সুযোগ হারিয়ে ফেলে ওই ষোড়শী কন্যা। বাধ্য হয়ে ষোড়শী ও তার পরিবার এসএমপি’র মোগলাবাজার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বরে সাংবাদিকদের জানিয়েছেন। প্রেমিকা ষোড়শী কন্যা এখন অষ্টাদশী।
তোফায়েলের সাথে তার প্রেম ও সম্পর্কের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করে অভিযোগ করে বলেন- তোফায়েল অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক রাখতো এবং মদ পান করতো। তাই তার সাথে সম্পকচ্ছেদ করতে সে বাধ্য হয়েছে। এখন অন্য ছেলেকে বিয়ে করতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে তার পূর্বের প্রেমিক তোফায়েল।
প্রেমিকার মায়ের অভিযোগ-তোফায়েল তাদের বাসায় যাওয়া আসার সুযোগে কৌশলে বাথরুমে মোবাইল রেখে তার মেয়ের গোসলের ছবি ধারন করে রাখে এবং এই ছবি দেখিয়ে তার কাছে বিয়ে অথবা ২ লাখ টাকা দাবি করছে। তিরি আরো বলেন-তোফায়েলের অত্যাচারে তার মেয়ে চরমভাবে ভেঙ্গে পড়েছে এবং যে কোন সময় কোন অঘটন ঘটাতে পারে। ইতোমধ্যে সে দু’বার আত্মহত্যার চেষ্টা করেছে বলে সাংবাদিকদের জানান তিনি।
তবে ব্ল্যাকমেইল, হুমকি ধমকি ও টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তোফায়েল সাংবাদিকদের বলেন- আমি নিজে কোন ছবি ধারন করিনি- প্রেমিকা নিজে তার ন্যাংটা ছবি উঠিয়ে আমার মোবাইল ফোনে দিলে আমি এটা সেভ করে রেখেছি মাত্র। এখন ছবি প্রকাশ হওয়ার ভয়েই সে এবং তার পরিবাপর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
তোফায়েল বলেন- আমার শুধু একটাই দাবি আমার সাথে বিয়ে দিয়ে পূর্বের ন্যায় তাকে যেন আমার কাছে আবারো ফিরিয়ে দেওয়া হয়।
এসএমপি সিলেট-এর মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাসসুদ্দোহা পিপিএম বলেন-এমন কোন অভিযোগ আমাদের হাতে এখনো পৌঁছায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd