সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: নকল ক্রাইম সিলেট’র ভূয়া সাংবাদিক হাসান অভিকে আটক করেছে সিলেট জেলা ডিবি পুলিশ।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে সিলেট নগরের কুমারপাড়া থেকে নকল ‘ক্রাইম সিলেট ২৪.কম’ স্টিকারযুক্ত চোরাই গাড়িসহ তাকে আটক করা হৃয়। এ সময় তার অপর সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়।
আটক হাসান আহমদ অভি সিলেটের বিয়ানীবাজার থানার গুঙ্গাদিয়ার সাখাওয়াত আলীর পুত্র। সে নকল ক্রাইম সিলেট২৪.কম–এর কথিত বার্তা সম্পাদক বটে। সে ও তার সহযোগীরা সিলেটের বহুল প্রচারিত অনলাইন পোর্টাল “ক্রাইম সিলেট.কম” -এর নামের সাথে ‘২৪’ যুক্ত করে “ক্রাইম সিলেট২৪.কম” নামে একটি নকল অনলাইন পোর্টাল বানিয়ে সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছিল এবং পোর্টাল বন্ধ করার বিনিময়ে মূল “ক্রাইম সিলেট” সম্পাদকের কাছে লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চলমান ‘কঠোর লকডাউন’র ২য় দিন শুক্রবার নকল এই পোর্টালের নামে বিরাট স্টিকার লাগানো একটি মাইক্রো নিয়ে সিলেট নগরজূড়ে ঘুরে বেড়াচ্ছিল হাসান আহমদ অভি ও তার সহযোগী প্রতারকরা। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ নগরের কুমারপাড়া এলাকা থেকে তাকে গাড়ি আটক করে।
চক্রটি প্রায় বছর খানেক থেকে এই নকল পোর্টাল তৈরী করে চুরি, ছিনতাই ও মাদক সহ বড় বড় অপরাধ করে আসছে। প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। আটকের পর তাদের কাছে পাওয়া যায় নকল ক্রাইম সিলেটের প্রেসকার্ড। এদের যন্ত্রণায় অতিষ্ট ক্রাইম সিলেট কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে হাসান আহমদ অভি আন্তঃজেলা মোটরবাইক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিয়ানীবাজারসহ জেলার বিভিন্ন থানায় গাড়ি চুরি ও প্রতারণার অভিযোগ রয়েছে।
আটকের পর ভুয়া সাংবাদিক হাসান আহমদ অভিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিয়ানী বাজার থানায় প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন নকল ক্রাইম সিলেট’র সাংবাদিক পরিচয়দানকারী কে এই পেশাদার ছিনতাইকারী হাসান?
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এই চক্রের এক সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিয়ানীবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd