সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলায় প্রতিদিন হু হু করে বাড়ছে কর্নার প্রকোপ। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুলাই) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০ টাকা অর্থদন্ড প্রদান এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মুঠোফোনে বলেন, সরকারি নির্দেশ অমান্যকারী দের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে স্বাস্থ্যবিধি ও সরকারি আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে আগামীকাল থেকে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd