বিশ্বনাথে কঠোর লকডাউনে পশুর হাট 

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

বিশ্বনাথে কঠোর লকডাউনে পশুর হাট 
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে বসেছে বিশাল গরু ছাগলের হাট। বৃহস্পতিবার সকাল থেকে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এ পশুর হাট চলতে দেখা গেছে।
এতে অধিকাংশ লোকজনকে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে হাটে উপস্থিত হতে দেখা গেছে। খবর পেয়ে প্রশানের লোকজন বৈরাগী বাজারে উপস্থিত হলে পালিয়ে যান ইজারাদারসহ ক্রেতা বিক্রেতা।
এদিকে, সিলেটের বিশ্বনাথ পৌর শহরে কঠোর লকডাউনের প্রথম দিনে ছিলো খুবই নিরবতা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পৌর শহরে টহল দিতে দেখা যায় সিলেটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, থানা পুলিশ এবং সেনাবাহীনিকে।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকান ও মাস্ক না পড়ায় পথচারিকে জরিমানা করা হয়েছে বলে জানান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
এদিকে, করোনার সংক্রমন রোধে আবারো কঠোর লকডাউনে মাঠে থাকছে সেনাবাহিনী। এছাড়া থাকবে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী। আজ ১ জুলাই ভোর ৬টা থেকে ১সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..