দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে নয় লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার ও দুই জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন)  রাত ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর সাকিনস্থ রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খানের দিক নির্দেশনায় এসআই কল্লোল গোস্বামী, এসআই যতন চন্দ্র পাল, এএসআই আপন মিয়া, এএসআই মো: মোখলেছুর রহমান, এএসআই শেখ সাদী ও র্ফোসসহ অভিযান চালিয়ে ভারতীয় পণ্য উদ্ধার ও দুই জন চোরাকারবারীকে গ্রেফতার হয়।

গ্রেফতাকৃতরা হলেন- বরিশালের হিজলা থানার বদরটুনি এলাকার চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মো: মহি উদ্দিন (২৮), ও পাবনা সদরের মজিদপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।

তাদের কাছ থেকে ১টি ট্রাক সহ অনুমান নয় লক্ষ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৮, তারিখ-২৯/০৬/২০২১খ্রি:, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়েছে।

ভারতীয় পণ্য উদ্ধার ও দুই জন চোরাকারবারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..