সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের ন্যায় সিলেটেও দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। কিন্তু এই লকডাউন মানছে জনসাধারণ।করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও সিলেটে গণপরিবহন বন্ধ থাকায় অফিসমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকে কর্মজীবী মানুষ ছুটে যাচ্ছেন তাদের কর্মস্থলে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে চাকরি বা জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষরা কেউ কেউ পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে যাচ্ছেন। অনেকেই আবার অতিরিক্ত ভাড়ায় রিকশায় গন্তব্যে গেছেন। এছাড়া নিয়ম না মেনে সকাল দেখা যায় অফিসগামী মানুষের জটলা। এ সময় মাইক্রোবাসে করে অনেক মানুষকে গন্তব্যে যেতে দেখা যায়।
এদিকে সরকারী নিয়ম নিয়তির তোয়াক্কা না করেই সিলেট মহনারী ও শহরতলীতে দেখা গেছে, অবাধে চলছে সিএনজি (অটোরিকশ), রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলের মাধ্যমে যাত্রী পরিবহন করছে।
এছাড়াও ট্রাক, পিকআপ, প্রাইভেটকার সিলেট শহর থেকে দূরে যেতে যাত্রীরা এসব গাড়ি ব্যবহার করেছেন। পাড়া মহল্লা ও চায়ের দোকানগুলোতে চলছে আড্ডা। বেলা বাড়ার সাথে সাথে শহরতলীর বিভিন্ন বাজারেও জমতে থাকে মানুষের আনাগোনো। সেখানে নেই স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব।
সোমবার লকডাউনের প্রথম দিন হওয়াতে নগরীর বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিসেস্ট গিয়ে স্বাস্থ্যবিধি মানতেও সামাজিক দূরত্ব মেনে চলার জন্যে মানুষকে সর্তক করেন। আবার কোথাও কোথাও জরিমানাও করা হয়েছে।
জানা যায়, সোমবার সিলেট মেট্রোপলিট পুলিশের ট্রাফিক বিভাগ ৫৫ টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও ৪১ টি বিভিন্ন ধরনের গাড়ি জব্দ করেছে।
স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে সচেতন করা হচ্ছে জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যা তাহের বলেন, আমাদের সকল থানা-ফাঁড়ির ও ট্রাফিক বিভাগের সদস্যরা মাঠে কাজ করছে। যেসব গাড়ি নির্দেশনা না মানছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd