সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রকাশের পর মোগলাবাজার থানাধীন আলমপুর পুলিশ ফাঁড়ির অভিযানে শীর্ষ পতিতা সর্দার টিটন আহমদ টিটু ও ৪ পতিতা নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে মোগলাবাজার থানাধী নাইম সিএনজি পাম্পের বিপরীত দক্ষিণ পাশে জামাল মিয়ার কলোনীতে অভিযাান চালিয়ে দালাল টিটু ও এক নারী আটক হয়। তবে পালিয়ে যায় আরেক শীর্ষ পতিতা সর্দানী পপি ও সহযোগীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।
এর আগে শুক্রবার (২৬ জুন) ক্রাইম সিলেটে ‘দক্ষিণ সুরমায় কিছুতেই বন্ধ হচ্ছে না পতিতাবৃত্তি’ এই সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকাল ৫ টায় আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিপু কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগরীর ২৭নং ওয়ার্ডের জামাল মিয়ার কলোনি থেকে ৪ পতিতা ও শীর্ষ দালালকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- চাঁদপুর জেলার উত্তর মতলব থানার জইরাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে টিটন আহমদ টিটু (২৭), টিটুর স্ত্রী দিলরুবা আক্তার সুমি (২৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মনিপুরহাটি গ্রামের আলাল মিয়ার মেয়ে তানিয়া আক্তার (২০), সুনামগঞ্জের দিরাই উপজেলার আবুল হোসেনের মেয়ে ঝর্ণা বেগম (২০) ও একই উপজেলার আনোয়ারপুর গ্রামের শাহজানের মেয়ে মাছুমা আক্তার (২০)।
গ্রেফতারকৃত সবাই জামাল মিয়ার কলোনিতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd