কানাইঘাট গাছবাড়ী বাজারের পাকা রাস্তার কাজের উদ্বোধন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

কানাইঘাট গাছবাড়ী বাজারের পাকা রাস্তার কাজের উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট গাছবাড়ী বাজারে জামিউল উলুম কামিল মাদ্রাসার দক্ষিন গেইট হইতে পূর্ব মুখী বাজারের গলি পাকা করনের কাজ শুরু হয়েছে।

গত শুক্রবার সকাল ১১ টায় কানাইঘাট দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ আর.সি.সি ঢালাই পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন কালে তিনি বলেন দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের সর্বত্র উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে চলছে।

বর্তমান সরকারের আমলে ইউনিয়নের অনেক গ্রামীন রাস্তা পাকা করণ করা হয়েছে এর অংশ হিসাবে গাছবাড়ী বাজারের পূর্ব মুখী রাস্তা পাকা করনের কাজ শুরু হয়েছে। ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে নিতে তিনি দলমত নির্বিশেষে সবার সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর গাছবাড়ী এলাকার প্রবীণ মুরব্বী হাজী শামসুদ্দিন, গাছবাড়ী নাগরিক ফোরামের আহ্বায়ক মিসবাহ উদ্দিন, উপজেলা ন্যাপের সভাপতি মেহেদি হাসান নাছির, ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সভাপতি ইজ্জত উল্লাহ, সাবেক ইউপি সদস্য রফিক আহমদ, সমাজ কর্মী মুছব্বীর আলী, ছাত্রনেতা অহিদুজ্জামান, বাজার পরিচালনা কমিটির সদস্য রইছ উদ্দিন, জিয়া উদ্দিন প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..