সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব ও গোয়াইনঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২৬ জুন) রাতে সামাজিক দূরত্ব বজায় রেখে গোয়াইনঘাট থানা অডিটোরিয়ামে থানা পুলিশে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব ও গোয়াইনঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এ অফিসার ইনচার্জকে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।
এসময় বিদায়ী অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ তাঁর বক্তব্যে বলেন, আমার কর্মের ভিতর দিয়ে অনেকের মনে অনেক সময় কষ্ট দিয়ে থাকতে পারি। অনেক সময় অনেকের দাবি-দাওয়া হয়তো আমি পূর্ণ করতে পারি নাই। কিন্তু কেউ আমার শত্রু নন। আমি কাউকে শত্রু মনে করি না। আমার কর্মের ফল ভোগ করতে হবে। তাই সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু করেছি। তবে নিজের স্বার্থ হাসিলের জন্য কখনও কারো ক্ষতি করি নাই। আমার কর্মের দ্বারাই কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমাকের ক্ষমা করে দিবেন। আমি যেখানে গিয়েছি সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি সকলের সহযোগিতা কখনো ভুলব না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd