বিয়ানীবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২১

বিয়ানীবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের দুদু খানের ছেলে মো. রুহুল আমিন খান (২৪) এবং একই গ্রামের ছমির খানের ছেলে মো. আব্দুর রহমান (৩৫)।

থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর এলাকায় থানার এসআই রুমেন আহমদের নেতৃত্বে এসআই শাহ মো. হিমেল, এসআই রাব্বী, এএসআই রতন মিয়া, এএসআই জিতু মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারাবারিকে ইয়াবা বিক্রিকালে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রথমে রুহুল আমিনকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..