ক্রমাগত বেড়েই চলছে দিরাইয়ে সিএনজি মালিক সমিতির অবৈধ চাঁদা আদায়ের হিড়িক

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

ক্রমাগত বেড়েই চলছে দিরাইয়ে সিএনজি মালিক সমিতির অবৈধ চাঁদা আদায়ের হিড়িক

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই পৌর শহরস্থ বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ জেলা সি.এন.জি চালিত মালিক সমিতি রেজিঃ নং-চট্র-২৮৪২ এর বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায় ও বিভিন্ন স্ট্যান্ডে অবৈধ ম্যানাজার নিয়োগের অভিযোগ উঠেছে।

বিষয়টি বহুদিন ধরে গ্রাম থেকে শহর পর্যন্ত কোনো মহল নেই জানার বাকি। মালিক সমিতি ২৮৪২ এর বিরুদ্ধে এসব কর্মকাণ্ড নিয়ে বহুবার লিখিত অভিযোগ জমা পড়েছে সিলেট আনঞ্চলিক শ্রম দপ্তরে। কিন্তুু এসবের তোয়াক্কা করেন না মালিক সমিতি ২৮৪২ এর নেতারা। শ্রম আইন দেখিয়ে মালিক সমিতির সভাপতি-সম্পাদককে এসমস্ত গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপ থেকে বিরত থাকতে শ্রম দপ্তরের নির্দেশ দিয়ে পাঠানো পত্র গুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন বলেও জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ড্রাইভার্স ইউনিয়ন ১৯২৬ এর আওতাভুক্ত দিরাই উপকমিটির নেতারা। সুনামগঞ্জ জেলা ড্রাইভার্স ইউনিয়ন ১৯২৬ এর সাবেক জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান সুনামগঞ্জ জেলায় লাইনে হাজার হাজার গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি থেকে তাঁরা কল্যান ফান্ড দেখিয়ে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে যা গঠনতন্ত্র পরিপন্থী।

এভাবে দিনদিন বেড়েই চলছে অবৈধ চাঁদা আদায়ের হিড়িক। এর বাহিরেও তিনি টি.আই (ট্রাফিক ইনচার্জ) শামসুজ্জামান এর কথা উল্লেখ করে বলেন, তিনি সুনামগঞ্জে আসার পর থেকে যে গাড়ি গুলো রাস্তায় চলার কথা নয় সে গুলোও তিনি মুচলেকার বিনিময়ে বৈধতা দিচ্ছেন রাস্তায় চলার। এদিকে সুনামগন্জ জেলা ড্রাইভার্স ইউনিয়ন দিরাই উপকমিটির শ্রমিক নেতারা টিআই শামসুজ্জামান অধিকাংশ সময় মালিক সমিতির পক্ষপাতিত্ব করেন বলেও অভিযোগ আনেন।

বিষয়টির সত্যতা যাচাই করতে টিআই শামসুজ্জামান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এসব কথা অযুক্তি বলে মন্তব্য করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..