সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে গোয়াইনঘাট থানাধীন বহর গ্রামের আব্দুল মন্নানের মেয়ে সাবরিনা সুলতানা রুমির সন্ধান মিলেছে। সোমবার সন্ধ্যার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ খবর জানিয়েছেন।
ওসি জাকির বলেন, রোববার বাসা থেকে বের হওয়ার পর রুমি নিজের স্কুল আম্বরখানা গার্লস স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য হাঁটতে হাঁটতে সে নগরীর হাউজিং এস্টেট এলাকায় চলে যায়। রাত নামলে সে নির্মাণাধীন একটি ভবনে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম ভেঙে কাউকে না দেখে সে আবারও ঘুমিয়ে পড়ে।
সোমবার বিকেলে হাউজিং এস্টেট এলাকায় একা তাকে হাঁটতে দেখে একজন স্বজন বাসায় পৌঁছে দেন বলে জানান ওসি জাকির। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করেন। রোববার রাতে থানায় সাধারণ ডায়েরিতে রুমি মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করা হয়েছিল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd