ছাতকে ইউনিয়ন নির্বাচনে একটিতে নৌকা, অন্যটি বিদ্রোহী প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

ছাতকে ইউনিয়ন নির্বাচনে একটিতে নৌকা, অন্যটি বিদ্রোহী প্রার্থী বিজয়ী

ছাতক প্রতিনিধি :: ছাতকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দুই ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোটারা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সিংচাপইড় ইউনিয়নের একটি ভোট কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়া ও কয়েকটি ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। তবে দু’ইউনিয়নে কোথাও বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র‌্যাব, পুলিশ, বিজিবি, ডিবি পুলিশের ছিলো কড়া নজরদারি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। সিলেট বিভাগের মধ্যে প্রথম ধাপের নির্বাচনে ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই ইউনিয়ন নির্বাচনে একটিতে আওয়ামীলীগের প্রার্থী ও অপরটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
নোয়ারাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে ৫ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট।
এদিকে, বেসরকারি ফলাফল অনুযায়ী সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৬৫১ ভোট পেয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..