গ্যাস ফিল্ডের গেইটে অবরোধ না করে ইকোনমিক জোনের জন্য দাবী তুলেন : মন্ত্রী ইমরান

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

গ্যাস ফিল্ডের গেইটে অবরোধ না করে ইকোনমিক জোনের জন্য দাবী তুলেন : মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমরা যদি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে চাই তা হলে ধর্যহারা হলে চলবে না। কারণ করোনাকালীন সময়টা অপেক্ষা করতে হবে। জৈন্তাপুরে টিটিসির ট্রেনিং কার্যত্রুম শুরু হতে আরো এক থেকে দেড় বছর লাগতে পারে এবং সিলেটে ট্রেনিং সেন্টারে বিদেশ যাত্রীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। কেউ যদি মনে করেন ঘরে বসে ট্রেনিং নিবেন তা হলে আপনার বিদেশ যাওয়া হবে না। জৈন্তাপুরে আগামী অর্থ বছরে প্রবাসীদের জন্য ট্রেনিং সেন্টার’র কাজ শুরু হবে। আন্দোল করুন জৈন্তাপুরে ইকোনমিক জোন চালু করার জন্য, গ্যাস ফিল্ডে চাকুরীর জন্য গেইটে গিয়ে আন্দোলন করা লাগবে না। অর্থনৈতিক জোনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমার একাধিকবার কথাও হয়েছে। নিজের কর্মসংস্থান নিজে করার চেষ্টা করুন এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি বিভিন্ন দাবী প্রেক্ষিতে বলেন উপর শ্রণীর মানুষের কিছু ক্ষতি হলেও গরীবের জন্য কিছু করেন। কোয়ারীতে কাজ করে বিভিন্ন স্থানের মানুষ, এদেরকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হবে, পেশাকেও পরিবর্তন করতে হবে। এসময় মন্ত্রী চা শ্রমিকদের মজুরী নিয়ে বলেন সামজিক বঞ্চনা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিকদের পূনর্বাসনের জন্য মজুরী ভাতা চালু করেছেন। কারন তারা যে ভাতা পায় তা একটা পরিবারের জীবন ও জীবিকার তুলনায় অত্যন্ত দুঃখজনক। আমাদের সরকার চা শ্রমিকদের জীবন-মান উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী ২১ জুন সোমবার সকালে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ভোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত চা শ্রমিকদের মাঝে অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমরী হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক বিবাস চন্দ্র দাস, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া। উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল সাসুদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, আমিনুর রশিদ, শাহ আলম চৌধুরী তোফায়েল, মোঃ ইয়াহিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..