ওসমানীনগরে শিক্ষিকা হত্যা: নিহত গৃহকর্মীকে আসামী করে মামলা

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

ওসমানীনগরে শিক্ষিকা হত্যা: নিহত গৃহকর্মীকে আসামী করে মামলা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগরে সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তপতী রাণী দে লাভলী ও তার গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। শিক্ষিকা হত্যাকাণ্ডে একই ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা গৃহকর্মী গৗর চাঁদ ওরফে গৌরাঙ্গ সরকারকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন খুন হওয়া শিক্ষিকার ছেলে তন্ময় দে বিপ্লব।

সোমবার দুপুরে ওসমানীনগর থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলা নং ২০। এরআগে রবিবার গৌর চাঁদের ভাই গৌতম ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে বিবস্ত্র গলাকাটা শিক্ষিকার লাশ ও একই ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহকর্মীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের লহরী গ্রামে। সে প্রায় ৬ বছর থেকে ওই শিক্ষিকার পরিবারে গৃহকর্মীর কাজ করছে। রবিবার ময়নাতদন্ত শেষে লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটে সেই বিষয়ে এখনো পুলিশ কিছু জানতে পারেনি। শিক্ষিকার পরিবার ও পুলিশের দাবি, শিক্ষিকাকে খুন করে ওই গৃহকর্মী নিজেই আত্মহত্যা করে।

পুলিশ জানিয়েছে- তপতীর মৃতদেহের পাশ থেকে একটি ছুরা ও একটি বটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে এ দু’টি অস্ত্র ব্যবহার করা হয়েছে। তপতীর ঘাড়ের ডান দিকে একটি কুপ ও ঘাড়ের পিছনে ছুরির আঘাত রয়েছে। সন্ধ্যার পর কোনো এক সময়ে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, শিক্ষিকার ছেলের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..