ছাতকের সাজাপ্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

ছাতকের সাজাপ্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার
ছাতক প্রতিনিধি :: ছাতকের ২টি মামলায় সাজাপ্রাপ্ত আসামী সুফি মোহাম্মদ ইকবালকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সুফি মোহাম্মদ ইকবালকে সিলেটের চাঁদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মাওলানা আব্দুল হাই’র (কমর মিয়া) পুত্র। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম।
তিনি জানান, ইকবাল দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামী। সিনিয়র সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই আতিকুল আলম, এএসআই মোহাম্মদ আলীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনী ঘাট এলাকা থেকে সুফি মোহাম্মদ ইকবালকে (৩৫) গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..