সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে কবিরাজ সেজে প্রতারণার অপরাধে সুনামগঞ্জ থেকে ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সুনামগঞ্জ সদর থানার গৌরারং গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আলী উসমান (২২), সাদ্দাম হোসেন (২৩) ও আক্তার হোসেন (৩৫)।
বুধবার রাতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানার গৌরারং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৮ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানার গৌরারং এলাকায় অভিযান চালায়। এসময় ভুয়া ফেইসবুক আইডির ৪ টি স্কীনশর্ট পেপার, ২টি রুপার চেইন, ২টি মুঠোফোন, নগদ ১২ হাজার ২০০ টাকা জব্দসহ প্রতারক চক্রের সদস্য মো. আনোয়ার হোসেন ওরফে আলী উসমান, সাদ্দাম হোসেন ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd