সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শীর্ষ চোরাকারবারী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল শুক্রবার (১৮ জুন) র্যাব-৯ এর সদস্যরা নগরীর কদমতলী থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান এসএমপির শাহপরান (রহঃ) থানাধীন খাদিমনগর এলাকার কল্ল গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে। সে দীর্ঘদিন যাবত চোরাচালানের সাথে জড়িত রয়েছে। চোরাচালান, মাদক দ্রব্য সহ একাধিক মামলার পলাতক আসামী ছিলো মান্নান।
জানা গেছে, চোরাকারবারী মান্নান ভারত থেকে চোরাই পথে রাতের আধারে মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে এনে বিভিন্ন জেলায় আদান প্রদান করে আসছে।
গত (৯ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেতলী ইউনিয়নের ঢালিপাড়া এলাকায় মান্নানের গোডাউনে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের বিশাল চালান আটক করেন। কিন্তু এসময় আব্দুল মান্নান কৌশলে পালিয়ে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd