সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্সিং কর্মকর্তা জাহিদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
এক শোকবার্তায় বিএনএ ওসমানী শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, জাহিদ হাসান নার্সিং অঙ্গনে এক সম্ভাবনাময় টগবগে যুবক ছিলেন। তার অকাল মৃত্যুতে সিলেটের নার্সিং কর্মকর্তারা গভীরভাবে ব্যথাতুর ও শোকাহত।
শোকবার্তায় জাহিদ হাসানের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদ হাসান (৩০) সড়কদুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৬ জুন) রাজধানী ঢাকার নবীনগর এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তিনি দুর্ঘটনাকবলিত হয়ে মারা যান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd