সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক নারী ও তার শিশুসন্তানসহ তিনজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌমেন রায় নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম ও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮) এবং আসমা (২৫) ও তার ছেলেসন্তান রবিন (৫)। তাৎক্ষণিকভাবে আসমার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শাকিল একজন বিকাশকর্মী ছিলেন।
এ ঘটনায় সৌমেন রায় নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) পিস্তলসহ আটক করে পুলিশ। তিনি হালসা ক্যাম্পে কর্মরত।
পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জাগো নিউজকে জানান, আটক পুলিশ কর্মকর্তা সম্প্রতি হালসা ক্যাম্প থেকে খুলনার ফুলতলায় বদলি হন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd