সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর এলাকায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭জনকে আটক করেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ কল করে আটককৃতদের গোলাপগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ৯৯৯ এ কল দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়রা কয়েকজনকে আটক করে রেখেছে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আশীষ তালুকদার ও এখলাছ আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক সেখানে পৌছান। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন উপজেলার রণকেলী নয়াগ্রাম এলাকার মৃত কবির আহমদের ছেলে রুহেল আহমদ (৩৪), দক্ষিন মোল্লাগ্রাম (মালিপাড়া) এলাকার সামছুদ্দিন এর ছেলে মোঃ সায়েম (২৪), রফিপুর গ্রামের ফুরুক মিয়ার ছেলে জামিল আহমদ (১৯), বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম এলাকার মোঃ ছোয়াব আলীর ছেলে মোঃ মিছবাহ উদ্দিন (৩৩), রণকেলী গ্রামের মৃত বাবুল মিয়ার মেয়ে পারুল বেগম (৩৮), শাহপরাণ থানার কুশিঘাট এলাকার আক্তার হোসেনের স্ত্রী অধরা বেগম (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের মেয়ে সোহাগী আক্তার রিয়া (২৫)।
স্থানীয়দের অভিযোগ, ফুুলবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মছকাপুরের জুবের আহমদের মালিকানাধীন একটি বাসা ভাড়া করে দীর্ঘদিন থেকে এমন অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল তারা। সর্বশেষ তাদের এমন অসামাজিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, স্থানীয়দরে অভিযোগরে প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করেছে। ঘটনার সত্যতা মিলেছে। শনিবার সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd