সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে বোরো বাঁধ নিয়ে বিরোধ দেখা দিয়েছে।যে কোন সময় সংর্ঘষের আশংকা রয়েছে। আদালত কর্তৃক ওই বাঁধ এরিয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার ১নং রস্তমপুর ইউনিয়নের লামনী গ্রামের মৃত রবু মিয়ার পুত্র মখলিছুর রহমনান ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর মধ্যে এ ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় লামনী গ্রমের মৃত রবু মিয়ার পুত্র মখলিছুর রহমানের বাড়ির পশ্চম দিকে তাদের মালিকানা কৃষি ভুমির উপর একটি বোরো বাঁধ নির্মাণ করেন এবং প্রায় শতাধিক বিঘা কৃষি জমিতে প্রতি বছর তারা বোরো চাষ করে আসছেন।
বাঁধের পশ্চিম দিকের রয়েছে একটি মহাল সামিল জলমহাল। যাহা গ্রামবাসী প্রতি বছর লিজ দিয়ে ভোগ করছেন। ঐ জলমহালেও মখলিছুর রহমান গংদের মেয়াদি মালিকানাধীন প্রায় বিশ বিঘা জমি রয়েছে। কিন্তু মখলিছ গংদের একই গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মাষ্টার আতিকুর রহমান গংদের পুর্ব বিরোধ থাকায়, আতিকুর রহমান সহ গ্রামের কিছু লোকজন ঐ বাঁধ কেটে মখলিছদের জমিগুলো জলমহালে অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন থেকে অপচেষ্টা করে আসছেন।
এদিকে মখলিছুর রহমান তাদের বাঁধ এবং জমি রক্ষা করতে গত ৩-৬-২১ ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সিলেট ১৪৪ ধারা জারির জন্য লিখিত আবেদন করেন।
এরই প্রেক্ষিতে আদালত উক্ত ভুমি ও বাঁধে ১৪৪ ধারা জারির নির্দেশ প্রদান করেন যাহার নং (৬০/২৪) তাং ৩-৬-২১ইং।
এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী ৬ জুন রোববার বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট থানার এসআই মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে এসআই মশিউর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আমি কাজ করছি, উভয় পক্ষের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করছি।
অভিযুক্ত মাষ্টার আতিকুর রহমান জানান, বাঁধটি তাদের মেয়াদি ও মালিকানা ভূমি। কিন্তু তাদের বাঁধের কারণে আমাদের জলমহালের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় শালিসগন একধিকবার বিচার শালিস করছেন। ভূমির মালিকদের পক্ষে মখলিছুর রহমান জানান, আমাদের মেয়াদি ও মালিকানা জমিতে বাঁধ নির্মাণ করে ৪/৫ যুগ থেকে চাষাবাদ করে আসছি। কিন্তু আতিকুর রহমান গংরা আমাদের জমি দখল করার জন্য বিভিন্ন পায়তারা করছে। তাই আইনের আশ্রয় নিয়েছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd