সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে এসএমপির ২০২১-২০২২ অর্থ বছরের কর্মকান্ড সংবলিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সাথে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা নিজ নিজ বিভাগের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন। জনগনকে কাঙ্খিত সেবা প্রদান এবং সরকারী কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, এসএমপি’র দুটি বিভাগের (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনারগণের সাথে নিজ নিজ বিভাগের থানাগুলোর অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd