সিলেটে সাদা’র মানবাধিকার বিষয়ক ফ্ল্যাগশিপ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

সিলেটে সাদা’র মানবাধিকার বিষয়ক ফ্ল্যাগশিপ কর্মশালা অনুষ্ঠিত

ক্রাইম সিলেট ডেস্ক : হিজড়া ও লিঙ্গ বৈচিত্রময় মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমাদের সমাজে নতুন নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার সমুন্নত রাখার উদ্যশ্যে সাদা ‘মানবাধিকার ও এডভোকেসি’ বিষয়ক দুদিনের একটি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ৪-৫ জুন, সিলেটের এনজিও ফোরাম ফর পাব্লিক হেলথ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সিলেটের “হিজড়া বাউল সংগঠন” এবং “স্কুল অব হিউম্যান্স” এর ১৫ জন তরুণ মানবাধিকারকর্মীদের নিয়ে এই প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক ঘোষণা, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন ও চুক্তিসমুহ, এডভোকেসি পরিকল্পনা, জিডি-এফআইআর, কেস ডকুমেন্টেশন ও জরুরী আইনী সহায়তা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংগঠনের সিনিয়র কর্মকর্তা সুলতান মারুফ আহমদ বলেন, “কোনও যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কেউ যদি মানবাধিকার লঙ্ঘনের শিকার হোন তাহলে প্যারালিগ্যালের মাধ্যমে কীভাবে তাকে তাৎক্ষণিক সাপোর্ট দেয়া হবে সে ব্যাপারে প্রয়োগিক বিস্তারিত জানানো হয়। মানবাধিকার বিষয়ক যেকোনও ইস্যুতে যে কেউ চাইলে আমাদের সাদা’র অফিসিয়াল হেল্প লাইনের মাধ্যমে সেবা পেতে পারেন।”

এছাড়াও প্রশিক্ষণে বাংলাদেশ সরকারের উদ্ভাবনী বিভিন্ন জরুরী সেবার হেল্পলাইনের সেবা কীভাবে পাওয়া যায় সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সাদা’র ফাউন্ডার শরীফ হাসান ব্যাপী বলেন, ” হিজড়ারাও মানুষ। তাদের মানবাধিকার সমুন্নত রাখা আমাদের সবার সামাজিক দায়িত্ব। মানুষ হিসাবে তাদের প্রাপ্য মর্যাদা আমাদের দিতে হবে সবাই মিলে ভালো থাকার জন্য।”

সিলেট হিজড়া বাউল সংগঠনের দলীয় নেত্রী রানী হিজড়া বলেন,” আমরা আমাদের মানবাধিকার কীভাবে রক্ষা করতে হবে সেবিষয়ে বিস্তারিত জানতে পেরেছি। বাংলাদেশ সরকার যেহেতু আমাদের স্বীকৃতি দিয়েছে তাই আমাদের সকল ধরনের অধিকার সমাজের সকল নাগরিকদের নিশ্চিত করা উচিত।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..