গোয়াইনঘাট থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

গোয়াইনঘাট থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ক্রাইম সিলেট ডেস্ক : র‌্যাব ৯ এর অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকা থেকে ৭৪০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

শনিবার (৫ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান।

র‌্যাব জানায়, সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন লামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা, রহমত আলী (৪৮), পিতা- মৃত আরজ আলী, সাং- পাউড়া (লামাপাড়া), থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে বিজ্ঞপ্তিতে জানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..