জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে হাবিব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাবিব উপজেলার জাফলং আমস্বপ্ন (বিলের টিল্লা) গ্রামের মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাড়ির উঠোনে খেলা করছিল হাবিব মিয়া। খেলার কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে সে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় শিশু হাবিবকে দেখতে পেয়ে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শিশুটির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এএসআই মারুফুল হাসান মুকিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু হাবিবের মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..