সালুটিকরে সরকারি খালে নির্মাণাধীন ঘর উচ্চেদ

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ২, ২০২১

সালুটিকরে সরকারি খালে নির্মাণাধীন ঘর উচ্চেদ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার ঘেঁষে বহমান রাইখালের উপর অবৈধভাবে নির্মাণাধীন একটি ঘর উচ্ছেদ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

বুধবার (২জুন) সকালে রাইখালের উপর নির্মিত সেতুর নিচে নির্মাণাধীন ঘরটি অপসারণের লক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্র্যাট একে এম, নূর হোসেন নির্ঝর। এসময় উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি জহিরুল ইসলাম, এসআই খালেদ, এএসআই মেরাজুলসহ একদল পুলিশ।

এ সময় উচ্ছেদ অভিযান পরিচালনাকারী টীমের প্রধান গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট একে,এম, নূর হোসেন নির্ঝর বলেন, সালুটিকর বাজার ঘেঁষে বহমান সালুটিকর- গোয়াইনঘাট সড়কের উপর নির্মিত সেতুর নিচে আঙ্গুরজুর গ্রামের আব্দুল মুতলিবের ছেলে আমির মিয়া অবৈধভাবে একটি ঘর নির্মাণ করছে বলে আমাদের কাছে খবর পৌঁছে।

সেতুর নিচে খালের উপর অবৈধভাবে নির্মাণাধীন ঘরটি অপসারণের জন্য গত (২৬ মে বুধবার) আমির মিয়াকে গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি) একে,এম, নূর হোসেন নির্ঝর এর কার্যালয় থেকে ৩ দিনের সময়সীমা বেধে নোটিশ প্রদান করা হয়। বেধে দেয়া ৩ দিনের সময়সীমার মধ্যে নির্মাণাধীন ঘরটি অপসারণ না করায় আজ উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সালুটিকর বাজার ঘেঁষে বহমান বাজার সংলগ্ন সালুটিকর – গোয়াইনঘাট সড়কের উপর নির্মিত সেতুর নিচে রাইখালের উপর অবৈধভাবে আমির মিয়া নামের এক লোক ঘর নির্মাণ করছিলো। খবর পেয়ে উক্ত ঘরটি অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা গুড়িয়ে দেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..