সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ১, ২০২১
ক্রাইম প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটের জাফলং গুচ্ছগ্রামস্থ পর্যটন মোটেলে প্রকাশ্যে দিবালোকে প্রত্যহ জুয়ার আসর বসাচ্ছে এলাকার অপরাধী ও জোয়াড়িচক্র। উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের চিহ্নিত জুয়াড়ি সাজ্জাদের নেতৃত্বে প্রতিনিয়ত এ জুয়ার আসর বসছে। তার সহযোগিতায় রয়েছেন একই গ্রামের দুলাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী শাকিল ও গুচ্ছগ্রাম এলাকার শশী মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী মামুন এবং উত্তর মোহাম্মদপুর এলাকার পাকিস্তানির পুত্র চোরাচালানী আলী আকবর। এমন অভিযোগ এলাকার সাধারণ মানুষের।
ইতোমধ্যে পর্যটন মোটেল জাফলংয়ের ভিতরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার ভিডিও মিডিয়ার হাতে এসেছে। ভিডিও পর্যালোচনা করে দেখা যায় প্রকাশ্যে দিবালোকে এই ৪ প্রধান সহ কয়েকজন যুবক জুয়া খেলা ও মাদক সেবনে মেতে উঠেছে।
সাজ্জাদের নেতৃত্বে জাফলংয়ের বিভিন্ন স্পটে বসে জুয়ার আসর। তার অপর সহযোগী শাকিল ও মামুন জাফলং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দুইজন পূর্বে কয়েকবার মাদক নিয়ে পুলিশ ও র্যাবের হাতে আটক হয়েছে।
যার মধ্যে উল্লেখযোগ্য শাকিলের বিরুদ্ধে মদের ১টি মামলা ও ইয়াবার ১টি মামলা রয়েছে এবং মামুনের বিরুদ্ধে ইয়াবার ২টি মামলা রয়েছে। তারা জামিনে বেরিয়ে আরো বেপরোয়া ভাবে জাফলংয়ে মাদক বানিজ্যি চালিয়ে যাচ্ছে। তাদের আরেক সহযোগী, আলী আকবর উরফে চোরাচালানী আকবর নামে এলাকায় ব্যাপক পরিচিত। সে রাতে চোরাচালানের কারবার করে আর দিন হলে জুয়া সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকে বলে অনুসন্ধ্যানে উঠে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, ওই চার প্রধান জুয়াড়ির নেতৃত্বে পর্যটন মোটেল জাফলংয়ের ভিতরে প্রকাশ্যে দিবালোকে প্রতিনিয়ত জুয়ার আসর বসে। সেখানে জুয়ার আসরের পাশাপাশি মাদকের রমরমা বানিজ্য চলে আসছিলো বলেও অভিযোগ করেছেন তারা। এদের একটি চক্রও রয়েছে বলে জানান তারা। তারা এলাকার কতিপয় বখাটে ছেলে বলে তাদের এই অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না বলেও জানান তারা।
এ ব্যাপারে সাজ্জাদের মুঠোফোনে জুয়ার আসরের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এসব কিছু তিনি জানেন না বলে সাফ জানিয়েছেন। ভিডিও এর বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন , আপনার যা ভালো লাগে করেন কোথা থেকে কি হচ্ছে তা আমি বুঝতে পেরেছি।
এ ব্যাপারে পর্যটন মোটেল জাফলংয় পর্যটন মোটেলের বর্তমান ম্যানেজার জানান, আমি এই বিষয়ে কিছু জানি না। কিছুদিন আগে দুইজনকে ইয়াবা সেবনের সময় হাতে-নাতে ধরে স্থানীয় থানায় তাদের হস্তান্তর করি। আর একদিন কিছু ছেলেদের দেখে তাদের ধরার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যায়। আর তিনি এখানে অল্প কিছু দিন থাকবেন তাই তিনি নতুন করে কোন ঝামেলায় জড়াতে চান বলে জানান।
সচেতন মহল এলাকার যুবসমাজ ও নতুন প্রজন্মকে তাদের হাত থেকে রক্ষার নিমিত্তে জুয়াড়ি সাজ্জাদ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd