সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পুলিশের অভিযানে ৯ জন ফার্মেসীর দালালকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ মে) রাত সাড়ে ১১ টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালী মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টি এম. আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৯ জন দালালকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দালালরা দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডস্থ বিভিন্ন ফার্মেসীর দালাল হিসেবে হাসপাতালে বিভিন্ন সময়ে যাতায়াত করে বিভিন্ন অসাধু পন্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্ন কৌশলে তাদের প্রতারণার ফাঁদে ফেলে এবং বিভিন্ন ভাবে প্রলুদ্ধ করে হাসপাতাল থেকে সুযোগ সুবিধা দেওয়ার নাম করে এবং তাদের সহিত সংশ্লিষ্ট বিভিন্ন ফার্মেসী থেকে বাকীতে ঔষধ প্রদান করে নিরীহ চিকিৎসা প্রার্থী লোকদের টাকা পয়সা হাতিয়ে নেয় মর্মে জানা যায়। গ্রেফতারকৃত দালালদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত দালালরা হলেন- মো: হাজী আমির আলী (৩৩), পিতা- মৃত মো: হাজী তাহির আলী, মাতা- মোছা: নুরুন নেছা, সাং- কালীজুড়ি, তাহের হাজীর বাড়ি ৫নং বুধবারী বাজার, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান সাং- বাসা নং-৬৮, ফয়সল আহমদের বাড়ী, দক্ষিণ কাজলশাহ, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।
সোহেল (৩৬), পিতা- গৌউস আলী, মাতা- রুকিয়া বেগম, সাং- দক্ষিণ মিরের চর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, বর্তমান সাং-
ঘাসিটুলা, (মাহমুদ মিয়ার কলোনী), মাদ্রাসার পার্শ্বে, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
তামিম আহমদ (৩০), পিতা-লাভলু মিয়া, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- পশ্চিম কাজলশাহ, বাসা নাং-৩০, সোনার বাংলা আ/এ, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
মো: কামাল আহমদ (৪৭), পিতা- মৃত মোজাম্মেল আলী, মাতা- মৃত আছিয়া খাতুন, সাং- বাসা নং-১৫৯, দক্ষিণ কাজলশাহ, (নিজের বাড়ি), থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।
মো: জালাল উদ্দিন (২৮), পিতা- মৃত আ: ছাত্তার, মাতা- কাঞ্চন মালা, সাং- আলীনগর, ফালপুর, (আলী আহমেদের বাড়ী), থানা-জলালাবাদ, জেলা-সিলেট।
শাহীন আহমদ (৩০), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- সুফিয়া বেগম, সাং-হালুয়ারঘাট (নিজাম উদ্দিন এর বাড়ী, মসজিদের উত্তর পাশে), থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-সাং- মজুমদার পাড়া,শামীমাবাদ, ১নং গলি সোনাপুর মঞ্জিল, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।
আবুল কালাম (২৮), পিতা- মৃত মতিউর রহমান, মাতা- মৃত রিনা বেগম, সাং- মাইজকান্দি, (মতিউর রহমানের বাড়ী, ৯নং ওয়ার্ড), থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট। বর্তমান সাং-সোনাপুর মঞ্জিল, মজুমদারপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
সালেহ আহমেদ (৩৪), পিতা-মৃত জামাল উদ্দিন, মাতা-সফিরুন বেগম, সাং-করচারপাড়, (বেলাল মিয়ারবাড়ী), থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-সাহেব বাজার (দুলাল এর বাড়ি), থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট।
মোঃ রাকিবুল ইসলাম (২২), পিতা-মোঃ বাদল, মাতা- বেদানা খাতুন, সাং-বানিয়াপুকুর, (মন্ডলপাড়া, আলতাফ এর বাড়ির পাশে), থানা-গাংনী, জেলা-মেহেরপুর। বর্তমান সাং-মেডিকেল এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd