সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামী (২৮) নিহত হয়েছে। রবিবার (৩০ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইঘর কড়ইতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ নিহত ব্যক্তির পকেটে ইসলামী ব্যাংকের একটি ব্ল্যাংক চেক থেকে নিশ্চিত হয় তার নাম এহসান দুলাল। তার বাবার নাম হাফিজ রাঢ়ী। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, নিহত ব্যক্তির পকেটে ছিল ইসলামী ব্যাংকের ব্ল্যাংক চেক। ওই চেকের সূত্র ধরে ইসলামী ব্যাংক ফতুল্লা শাখায় যোগাযোগ করলে নিহত ব্যক্তির নাম এহসান দুলাল বলে জানা যায়। রাতেই ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী বরিশাল মেহেন্দীগঞ্জ থানা এলাকার গ্রাম পুলিশকে এহসান দুলালের বাবার ঠিকানা জানতে এবং তার ছেলে নিহতের খবরটি পৌঁছানোর জন্য বলা হয়। নিহত দুলাল ফতুল্লার বিসিক এলাকায় এয়ারটেল অফিসে চাকরি করতো বলে জানা গেছে।
‘নিহত দুলাল একমাস আগে গ্রামের বাড়িতে বিয়ে করে সেখানে স্ত্রী রেখে এসেছেন। ধারণা করা হচ্ছে, যে নারী তাকে ইজিবাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, হয়তো সে দুলালের প্রথম স্ত্রী অথবা তার প্রেমিকা। সেই নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের বাবা থানায় এসে লিখিত দিলে তা এজাহার হিসেবে গণ্য করা হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd