ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় মেয়রের নির্দেশ মেনে সুরমা মার্কেট ১০ দিন বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় মেয়রের নির্দেশ মেনে সুরমা মার্কেট ১০ দিন বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার :: সিলেটে ঘন ঘন ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবেলা এবং মানুষের জান-মাল রক্ষার স্বার্থে সুরমা মার্কেটের এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। আজ রোববার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্টিত হয়। সিলেট নগরীতে দফায় দফায় ভূমিকম্পের কারণে সিলেটে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এর আলোকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সুরমা মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রধান করেছেন। তাই সুরমা মার্কেটের সকল ব্যবসায়ী ১০ দিন মার্কেট বন্ধ রাখার বিষয়ে একমত পোষণ করে এবং মেয়রের নির্দেশ মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন।

জরুরী সিন্ধান্তে উপস্থিত ছিলেন- ডাঃ আব্দুল মতিন, মোহাম্মদ জুয়েল অ্যাডভোকেট, মোঃ কামরুজ্জামান, রথীন্দ্র কুমার ঘোষ, হুমায়ুন কবির, আঙ্গুর আলী, সাংবাদিক আবুল হোসেন।

প্রসঙ্গত, সিলেটে গতকাল শনিবার ও আজ রোববার ভোররাতে কয়েক দফা ভূমিকম্পের পর পরই নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ইতোমধ্যে নগরীতে এরকম ২৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। এর আগে ২০১৯ সালে সার্ভে করে নগরীর ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর বাইরে গতকাল শনিবার ভূমিকম্পে হেলে পড়া আরও দু’টি ভবনকে নতুন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..