সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিকিউরিটি গার্ডের পোশাক পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান ওমর ফারুক তালুকদার (২৩)। এরপর সেনা সদস্য পরিচয় দিয়ে পড়েন বিপাকে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার (২৮ মে) সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় এই ঘটনা ঘটে।
ওমর ফারুক তালুকদার ঢাকার আশুলিয়ার ধামশনা এলাকার বাসিন্দা লুৎফর রহমান তালুকদারের ছেলে। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শেরপুর গ্রামে।
শুক্রবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বড়শালা এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক আটক হওয়া যুবকের। একপর্যায়ে তিনি নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দেন। কখনো সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার ছেলে, আবার কখনো গার্মেন্টস ব্যবসায়ীর একমাত্র ছেলেও পরিচয় দেন। নিজেকে সেনা সদস্য প্রমাণ করতে শুক্রবার বিকেলে সিকিউরিটি গার্ডের পোশাক পরে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান ওমর ফারুক। ওই সময় তার আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকেল ৬টার দিকে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, সম্প্রতি ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে ধোপাগুল গ্রামের একটি মেয়ের সম্পর্ক হয়। তিনি নিজেকে কখনো সেনা অফিসার ও কখনো ব্যবসায়ীর একমাত্র ছেলে পরিচয় দেন। পরে মেয়েটি তাকে দেখা করতে বলেন। শুক্রবার সিকিউরিটি গার্ডের পোশাক পরে তার সঙ্গে দেখা করতে গেলে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তাকে আটকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, ওমর ফারুক কোনো সেনাসদস্য বা কর্মকর্তা নয়। তিনি ভুয়া পরিচয়ে সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd