সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট থানা পুলিশ ৪১ পিস ইয়াবা সহ আশিক উদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে থানার এসআই মোঃ সাইদুল ইসলাম ও এ.এসআই রবিউল বাসার ডিউটিরত অবস্থায় জানতে পারেন যে, পৌরসভার বায়মপুর গৌরীপুর গ্রামের নুরল ইসলামের বাড়ীর পাশে আশিক উদ্দিন নামে এক ইয়াবা বিক্রি করছে।
এমন সংবাদের ভিত্তিরত তাৎক্ষনিক সেখানে অভিযান চালিয়ে বায়মপুর গৌরীপুর গ্রামের মৃত ইনসান আলীর পুত্র আশিক উদ্দিন কে হাতে নাতে ৪১ পিস ইয়াবা সহ পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আশিক উদ্দিন একজন ইয়াবা ব্যবসায়ী। সে দির্ঘীদিন থেকে ছদ্ধ বেশে বিভিন্ন এলাকার যুব সমাজের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতার কৃত আশিক উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার এসআই মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-২৫ তারিখ ২৬/০৫/২০২১ইং। ধৃত আসামীকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন ইয়াবা সহ পুলিশের হাতে আটক আশিক উদ্দিন নিজেকে শ্রমিক লীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছিল। সে পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় সস্থির নিশ্বাস ফেলেছেন তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd