সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যাসহ ১৯টি মামলার আসামী কাজল ভূঁইয়া (৪৭)কে জাফলং সীমান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির বিশেষ সুপার মুক্তা ধরের নেতৃত্বে সিআইডি সোমবার রাত ১টার দিকে কাজল ভূঁইয়া (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় অভিযানে কাজলের জিম্মা থেকে একটি সাদা টয়োটা গাড়ি জব্দ করা হয়।
সোমবার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান জানান, কাজলের সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের (৪০) গত ১৩ মে সকালে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
“একপর্যায়ে কাজল ভূঁইয়া তার মোটর সাইকেল থেকে পেট্রোল নিয়ে ডলির গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। সে সময় তার নিজের বাম হাতও আগুনে পুড়ে যায়। তখন ডলির চিৎকারে শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।”
ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে ডলি মারা যান। স্ত্রীর মৃত্যুর পর কাজল আত্মগোপন করেন।
এ ঘটনায় গত ২০ মে ডলি বেগমের ভাই বিল্লাল হোসেন আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর কাজল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলাসহ ১৯টি মামলা আছে। আখাউড়া থানায় তার নামে তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে।”
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd