সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মে ১০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে বাচ্চাদের ঝগড়ার জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক দম্পতি। রোববার (৯ মে) রাত পৌঁনে ৯টায় উপজেলার বেইলি ইউনিয়নের আলীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম আলমগীর হোসেন (৩২) এবং তার স্ত্রীর নাম মোর্শেদা বেগম (২৮)। নিহত দম্পতির চার সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৯ বছর।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা পর থেকে চাচাতো ভাই রাসেল পলাতক রয়েছেন।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিজেদের বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে রোববার রাত ৯ টায় আপন দুই চাচাতো ভাই ঝগড়া লাগে ঝগড়ার এক পর্যায়ে ছোটভাই রাসেল ছুরি দিয়ে আঘাত করলে বড় ভাই আলমগীর হোসেন এবং তার স্ত্রীর মোর্শেদা বেগম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ সুপার মিজানুর বলেন, আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে, এখনো কেউ মামলার দায়ের করেনি, হয়তো করবে সকালে। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd