সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সিলেটে এক যুবককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
যুবকের মো.মাহবুবুর রহমান রুবেল। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজ নগর গ্রামের আব্দুর রৌফের ছেলে।
জানা যায়, মাহবুবর রহমান রুবেল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যুতে তার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে থাকেন। তেমনি ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যাটাস দেয়ার পর থাকে বিভিন্ন ভাবে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেয়। এছাড়া ২০২১ সালের ৯ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ আটকের ঘটনায় একটি নিউজের লিংক তার টাইমলাইনে পোস্ট করেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে রুবেলকে বিভিন্ন স্থান থেকে মৌলবাদীরা বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে।একপর্যায়ে তাকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
এমন সব ঘটনায় মো.মাহবুবুর রহমান রুবেল ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।
এব্যাপারে মো.মাহবুবুর রহমান রুবেল বলেন, আমার ফেসবুক আইডিতে বিভিন্ন ধরণের স্ট্যাটাস দিয়ে থাকি।এতে অনেক সময় অনেকের বিপরীতে চলে যায় স্ট্যাটাস।যার রেশ ধরে গত কয়েকদিন ধরে আমাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে।এমতাবস্থায় আমিও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।শিগগিরই আইনী ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দেবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd