সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকার ফুটপাতের উপরে ঝুলিয়ে রাখা বাঁশে ধাক্কা খেয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর হাঁটতে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন কুশল তালুকদার নামের ওই ব্যবসায়ী। সাথে সাথে ওসমা্নী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মাথায় সেলাই দিতে হয়।
কুশল তালুকদার বলেন, বুধবার সন্ধ্যার পর আমি ধোপাদিঘীর পাড়ের শিশুপার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পার্কের পেছনে সিটি করপোরেশনের পাবলিক টয়েলেটের সামনে একটি বাঁশ ঝুলানো অবস্থায় ছিলো। সম্ভবত পাশ্ববর্তী কোনো দোকানের সাথেসাথে ঝুলানো ছিলো। কিন্তু অন্ধকারের কারণে আমি বাঁশটি দেখতে পাইনি। হাঁটার সময় হঠাৎ মাথায় বাড়ি লেগে পড়ে যাই। পড়ে হাসপাতালে গেলে সেলাই দিতে হয়।
সাম্প্রতিক সময়ে সিলেট সিটি করপোরেশনের অপরিকল্পিত ও কোনোরূপ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই উন্নয়ন কর্মকান্ড নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সিসিকের নির্মাণাধঅন ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন সমালোচনার মধ্যেই ফুটপাতে ঝুলানো বাঁশে ধাক্কা লেগে আহত হলেন এক ব্যবসায়ী।
তবে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানিয়েছেন, ওই এলাকায় সিসিকের কোনো উন্নয়ন কাজ চলছে না। ফুৃটপাতের উপর কারা বাঁশ ঝুলিয়ে রেখেছে তা খোঁজ নিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd