জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায় রাস্তায় দাড়িয়ে বখাটে রাজমিস্ত্রি নজরুল ইসলাম বিরক্ত করত এবং মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতো। স্কুল পড়ুয়া মেয়েটি ও বখাটে রাজমিস্ত্রি দু’জনের বাড়ি পাশাপাশি। স্কুল পড়ুয়া মেয়েটি প্রতিদিন রাজমিস্তির এমন কর্মকান্ড সইতে না পেরে মেয়েটি তার ভাই সহ পরিবারকে এ বিষয়ে অবহিত করে। এক পর্যায় রাজমিস্তি স্কুল পড়ুয়া মেয়েটির উপর ক্ষিপ্ত হয়।

গত ১৭ এপ্রিল রাত অনুমান সাড়ে ৭টার দিকে মেয়েটি একা নিজ বসতঘরে রান্নার কাজ করছিলো ভাই কাজের সুবাধে বাড়ির বাড়ির বাহিরে যায় আর মা পাশের ঘরে গেলে আসামী রাজমিস্তি সেই সুযোগ কাজে লাগিয়ে রান্না ঘরে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে। তখন মেয়েটি চিৎকার করতে চাইলে ভয়ভীতি প্রদর্শন করে বসত ঘরের পশ্চিমকক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মামলা গ্রহন করে (মামলা নং-১৩, তারিখ-১৮/০৪/২০২১ খ্রিঃ)।
মামলার সূত্র ধরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ (২৩ এপ্রিল) শুক্রবার বিকাল পোনে ৩টায় দিকে মামলার এজহারনামীয় আসামী ঠাকুরের মাটি পশ্চিম সাতজনি এলাকার উসমান আলীর ছেলে রাজমিস্ত্রি নজরুল ইসলাম (২১) কে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদকে মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..