সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: মাস খানেক থেকে আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। কিন্তু বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীকে। প্রতিদিন রাত ১০-১২ টার পর পাহাড়ী এলাকা উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। তখন সাথে সাথে বিদ্যুৎহীন হয়ে যায় পুরো এলাকা। রাত-দিন পার করার পর সন্ধ্যায় কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ আসে আবার যখন বৃষ্টি শব্দ হয় সাথে সাথে বিদ্যুৎ উধাও।
ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসীর অভিযোগ, একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুৎ–সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও এক ঘণ্টা পর পর বিচ্ছিন্ন করে দেয়।
একটু বৃষ্টি নামলেই বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। বৃষ্টি শেষ হলেও সংযোগ দেয় না। গত ১ মাস থেকে এভাবে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। আকাশে মেঘ–বৃষ্টি ও বাতাস শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়।
বিদ্যুৎ বিভাগের অবহেলায় রয়েছে এই এলাকার বিশাল জনগোষ্টি। কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কোন ধরণের প্রতিবাদ করেননি। প্রতিবাদ করলেই আরও বেড়ে যাবে বিদ্যুতের লুকোচুরি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd