সিলেটে বিষপান করে যুবতীর আত্মহত্যা

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

সিলেটে বিষপান করে যুবতীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :: কীটনাশন জাতীয় বিষ পান করার পর চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক যুবতীর মৃত্যু হয়েছে। ওই যুবটির নাম নাজমিন বেগম (১৮)। সে সিলেট এয়ারপোর্ট এলাকার মহালদিক গ্রামের আব্দুস সালামের মেয়ে। আজ মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সে ওসমানী হাসপাতালে মারা যায়।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল যুবতীর মা আয়েশা বেগম ফোন করে পুলিশে খবর দেন যে তার মেয়ে নিজ ঘরের মধ্যে কীটনাশন জাতীয় বিষ পান করে ছটফট ও বমি করছে। সাথে সাথে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৪র্থ তলার ৩নং ওয়ার্ডে ভর্তি করেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভিকটিম নাজমিন বেগম মারা যান।খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে মৃতের ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বিষয়টি আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে বলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..