নিরাপত্তা ব্যবস্থার কি উজ্জল দৃষ্টান্ত?

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

নিরাপত্তা ব্যবস্থার কি উজ্জল দৃষ্টান্ত?

বাবর হোসেন :: বহিঃশত্রু আক্রমন প্রতিহত করতে এ ধরনের ব্যবস্থা নেয়া হয় বিশেষ সময়ও প্রয়োজনে। এখন প্রশ্ন হচ্ছে, এমন কি বিশেষ সময় এবং প্রয়োজন দেখা দিয়েছিলো যার কারনে সিলেট কোতয়ালী মডেল থানার কম্পাউন্ডের অভ্যন্তরে ব্যাংকার তৈরী করে তাতে সাব মেশিনগান দিয়ে পাহারায় থাকতে হয়েছিলো কিছু দিন আগে। ছবিটি যারা সংগ্রহ করে মিডিয়ায় দিয়েছেন, তারা উল্লেখ করেছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।

থানা কম্পাউন্ডের ভিতরে হামলা করার আশংকামুলক গোয়েন্দা তথ্য যারা সরবরাহ করতে পারলো,তারা কি সম্ভাব্য হামলা কারীদের অবস্থান এবং পরিচিতি দিতে পারলো না ? থানার অভ্যন্তরে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থার ছবিটি দেখে পুলিশের মনোবল সম্পর্কে পাবলিকের মনে যে ধারনা জন্মেছিলো তার ব্যাখ্যা না করাই ভালো। এমনিতেই ২০১৮ সালের পর থেকে পুলিশের প্রতি সাধারন মানুষের যে ধারনা ছিলো তার অনেকেটাই পরিবর্তন হবার কোনো সম্ভাবনা নেই ,অনেক সময় পুলিশকে দলীয় বাহিনী হিসেবে বিবেচিত হবার অনেক দৃষ্টান্ত রয়েছে।

অগ্রিম গোয়েন্দা তথ্য যদি এতই নির্ভরযোগ্য ছিলো ,তবে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নিরাপত্তা বিঘ্ন কারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিলো তার কোনো সংবাদ পাওয়া যায়নি এখন পর্যন্ত।

সাধারন মানুষের মনে ভয় এবং আতংক সৃষ্টির জন্য যদি এ ধরনের নিরাপত্তা ব্যবস্থার চিত্র মিডিয়ায় দেয়া হয়ে থাকে, তবে সাধারন মানুষ নিজেরা ভয় না পেয়ে এবং আতংকিত না হয়ে উল্টো পুলিশের মনোবলের মাত্রা সম্পর্কে কি ধরনের চিন্তা- চেতনা পোষন করতে পারে সে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আরো সচেতন হবার প্রয়োজন রয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..