দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষনের চেষ্টায় শ্লীলতাহানির দায়ে কালা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত বৃদ্ধ একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহ’র পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লম্পট বৃদ্ধা স্থানীয় চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করে। দুই শিশু পান আনতে গেলে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টায় শ্লীলতাহানির ঘটনা ঘটায়। গত কয়েকদিন ধরেই ওই শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা করে। রবিবার দুপুরে ওই শিশুদের বাড়িতে পান বিক্রি করার অজুহাতে শিশুদের তার দোকানে যাওয়ার কথা বললে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে ওই বৃদ্ধকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দি নিয়ে বৃদ্ধর বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে মামলা আমলে নেয়া হয়েছে। বৃদ্ধ পুলিশ হেফাজতে রয়েছে।