সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ও মোটরসাইকেলের সংর্ঘষে আমির খান শিপন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির খান শিপন চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর এলাকার গড়াইল গ্রামের নাছির খানের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তাফা জানান, শিপন ও চান মিয়া নামে এক যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেলযোগে মাধবপুরের দিকে আসার সময় দুপুর ১টার দিকে উল্লেখিত এলাকায় পৌঁছে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্য ঘটে। এতে আমির খান শিপন ঘটনাস্থলেই নিহত ও চান মিয়া গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘাতক পিকআপটি আটক করেছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd