সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মহাসড়কে ব্যারিগেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসি। বুধবার (৭ এপ্রিল) ভোরে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিশ^নাথ থানার এসআই দেবাশীষ শর্মা।
এসময় তাদের কাছ থেকে দুইটি দা, লোহার চাপাতি, দড়ি, ৫টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। বিশ^নাথ উপজেলার ধর্মদা ও রশিদপুর এলাকার মাহাসড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম (আমতলী) গ্রামের মো. হাফিজের পুত্র আল আমিন (২২) ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের শরীফুল ইসলাম শেখ এর পুত্র মো. এরশাদুল শেখ ওরফে রাজ (২৮)। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা ডাকাত আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকদ্রব্য আইনে একাদিক মামলা রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd