সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নদী তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খাজান্সি ইউনিয়নের কান্দিগ্রামে মাকুন্দা নদী তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এসময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে স্থানীয় কিশোরপুর গ্রামের জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে বালু ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন গংরা কয়েক দিন ধরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধ ভাবে নদী তীর কেটে মাটি নিচ্ছিল।
স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে আজ সকালে ভ্রাম্যমাণ আদালত যায় ঘটনাস্থলে। এসময় অন্যরা পালিয়ে গেলেও জামাল উদ্দিন নামের একজনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বলেন, অবৈধ ভাবে নদী তীরের মাটি কাটায় দায়ে এ দণ্ড দেয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd