সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহিপালের ঢাকামুখী লেন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোসা. শিউলী আক্তার (৩৫) ও নাছিমা আক্তার (৩১)। শিউলী গাজীপুরের কালীয়াকৈর এলাকার গাবতলী গ্রামের আমীর হোসেনের স্ত্রী ও নাছিমা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগে ছাওয়ানী গ্রামের রজব আলীর স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপালের স্টারলাইন কাউন্টারের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় এক হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। তারা বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
………………………..
Design and developed by best-bd