জৈন্তাপুর ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

জৈন্তাপুর ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলা

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের নেতার উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ৩ এপ্রিল ২০২১ দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত করার লক্ষে জৈন্তাপুর উপজেলার ছাত্রদল যুগ্ম সম্পাদক মো. মিছবাউল আম্বিয়া নিজ এলাকায় একটি সমাবেশের আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় তিনি এলাকার কিছু সংখ্যাক ছাত্রদের দলের প্রতি আগ্রহ সৃষ্টি করেন। ছাত্ররাও দলের শৃঙ্খলা ও আর্দশের প্রতি আস্তা বিশ্বাস রেখে সদস্য হতে আগ্রহ প্রকাশ করে।

অপরদিকে বিষয়টি জানতে পেরে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা ,ছাত্রদল নেতাকে সমাবেশ না করার জন্য বাঁধাদেয়। পরবর্তীতে কথাকাটাকাটির একপর্যায়ে হুমকী ধমকী দেয়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দের কবল হতে মিছবাউল আম্বিয়াকে সরিয়ে নেন। পরের দিন ৪ এপ্রিল জুহরের নামাজের জন্য মিছবাউল আম্বিয়া মসজিদের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং তাকে মারার জন্য কিছু ছাত্রলীগের নেতা কর্মী লাটি ,দা,চাপাতি নিয়ে মসজিদের দিকে এগিয়ে যান তাকে মারার জন্য,পরে এখান থেকে মসজিদের মুছল্লিরা মিছবাউল আম্বিয়া কে মসজিদের ভিতরে ডুকিয়ে আত্নরক্ষা করেন। এইদিন বিকালে আনুমানিক ৪/৫ টার দিকে বাড়ী হতে থানা সদরে আসার পথে মিছবাউল আম্বিয়ার উপর ১০/১৫ জন মিলে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা.হামলার ঘটনা স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে ছাত্রদল নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ছাত্রলীগের হামলায় ছাত্রদলনেতা আহতের সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজ নিয়ে যানাযায়, সদস্য সংগ্রহের জন্য প্রচারের উদ্দেশ্যে সমাবেশের আয়োজনে নামলে প্রথমে ছাত্রলীগ নেতৃবৃন্ধরা বাঁধাদেন এবং হত্যার হমকী ধমকীদেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা আমাকে তাদের কবল হতে উদ্ধার করেন। পরবর্তীতে বাজারে ফেরার প্রক্কালে তারা আমার উপর হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত উপজেলার ছাত্রদল যুগ্ম সম্পাদক মো. মিছবাউল আম্বিয়া উপজেলার ভিত্রিখেল ববরবন্দ গ্রামের তবারক আলীর ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এরকম কোন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..