সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২১
Sharing is caring!
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ির নিচ থেকে জজ কোর্ট এর কর্মচারীর মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ির নিচ থেকে জজ কোর্ট কর্মচারী বিল্পব তালুকদারের মোটর সাইকেলটি চুরি হয়েছে। পরে তিনি আশপাশ এলাকার সকল স্থানে খোঁজাখোজি করে মোটর সাইকেলের কোন সন্ধান না পেয়ে এসএমপির কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ-০১-০৩-২১ ইং।
মামলা সূত্রে জানা গেছে, জজ কোর্ট কর্মচারী বিল্পব তালুকদার প্রতিদিনের ন্যায় তার ইয়ামা এফ জেড ভার্সন-৩ মোটরসাইকেল যাহার চ্যাসিস নং- RG642001116, ইঞ্জিন নং- G3L5E0151306 জেলা প্রশাসকের কার্যালয়ের সিড়ির নিচে রেখে যান। কিন্তু ওই দিন তিনি অফিস শেষে দেখতে পান মোটর সাইকেলটি রক্ষিত নেই। তবে মোটরসাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পরছে।
চুরি হওয়া মোটরসাইকেলটি ফিরে পেতে সচেতন মহল সহ প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন বিল্পব তালুকদার।
যদি কোন লোক মোটর সাইকেলটির সন্ধান পান তাহলে কোতোয়ালী অথবা বিল্পব তালুকদারের ০১৭৩২৫৯৯৪৪১ নম্বারের যোগাযোগ করার অনুরোধ করা হলো।
………………………..
Design and developed by best-bd